Donne-moi ton cœur [8D version] [Bengali translation]
Donne-moi ton cœur [8D version] [Bengali translation]
তোমার হৃদয় আমাকে দাও,
তোমার হাত এবং সবকিছু
তোমার যা কিছু আছে আমাকে দাও
তোমার যা কিছু আছে
তোমার ভয়গুলো আমাকে বল
তোমার দুঃখগুলো এবং সবকিছু
আমাকে বল তুমি কে?
তুমি কে?
আমি কল্পনা করি একটি পৃথিবীর
একটি স্বর্গীয় পৃথিবীর
যেখানে কেউ বাইরে যায় না, না
যেখানে কেউ থাকে না
কল্পনা করি একটা ডাকের
রাতের বেলায় তোমার ডাক
তোমার ব্যাপারে অনেক কিছুই কল্পনা করি
হয়তো এটা তুমিই যাকে আমি কখনও কখনও অনুসরণ করি
কল্পনা করি একঝাঁক গল্পের, দুঃখজনক শব্দের
কল্পনা করি একটি বিছানার, নির্ঘুম এক সহযোগীর
তোমার কলঙ্কে নিজেকে ডুবন্ত কল্পনা করি
বিশ্বাস এবং সততা না থাকলে জালে আটকে পড়ি
কল্পনা করি এক নর, এক নারী, এক সেবককে
যারা শুধুমাত্র আমার ক্লোনকেই দেখতে পায় আমার রেকর্ডে
এক অনভিজ্ঞ আত্মায় দেখতে পায় এক বিরাট বিশৃঙ্খলা
দেরীতে ফিরব কারণ কোন ঝুঁকি দেখতে পাচ্ছি না
দয়া করে, তোমার হৃদয় আমাকে দাও
তোমার যা কিছু আছে আমাকে দাও
তোমার যা কিছু আছে
তোমার ভয়গুলো আমাকে বল
আমাকে বল তুমি কে?
তুমি কে?
আমি আরেকবার পৃথিবীটাকে দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
তোমার এক অন্যরকম ছায়া দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
আরেকবার পৃথিবীটাকে দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
তোমার এক অন্যরকম ছায়া দেখতে চাই
এমন ছায়া যেটাকে কেউ কখনও চিনতে পারবে না
প্রতি সেকেন্ডেই আমি নিজের কারণেই মরি
আমি একটি জ্যোতিবিহীন নক্ষত্রের মতই
যখন সে আমাকে দেখতে পায়, আমার অস্তিত্ব তখনই
ভালোবাসার জন্যই কাঁদি, যন্ত্রণায় হাসি
আমি আনন্দের মধ্যেও কিছু কষ্ট খুঁজে পাই
আরোগ্যের পথে আমি একটি বিষের মতই
তোমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছি
তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো তা না জেনেই
আজকে ভরা পূর্ণিমা
ভালোবাসা, সে বলছে আমাকে ভালোবাসে
কিছুটা নির্মল
একজন নারী যার কষ্ট হচ্ছে
এটা বলতে যে সে নিজেকে ভালোবাসে
এটা বলতে যে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে
নিজের ব্যাপারে অনেক কিছুই কল্পনা করি
হয়তো এটা আমিই যাকে আমি কখনও কখনও অনুসরণ করি
আরেকবার পৃথিবীটাকে দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
তোমার এক অন্যরকম ছায়া দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
আরেকবার পৃথিবীটাকে দেখতে চাই
এমন পৃথিবী যেটাকে কেউ চেনে না
তোমার মাঝে সে সমস্ত কিছু দেখতে চাই যেটা আমি হতে পারিনি
আমাকে বল কাকে তুমি ভালোবাসো প্রধানত
দয়া করে, তোমার হৃদয় আমাকে দাও
তোমার যা কিছু আছে আমাকে দাও
তোমার যা কিছু আছে
তোমার ভয়গুলো আমাকে বল
আমাকে বল তুমি কে?
তুমি কে?
দয়া করে, তোমার হৃদয় আমাকে দাও
তোমার যা কিছু আছে আমাকে দাও
তোমার যা কিছু আছে
তোমার ভয়গুলো আমাকে বল
আমাকে বল তুমি কে?
তুমি কে?
- Artist:Louane
- Album:Joie de vivre (2020)