Yan Benimle [Bengali translation]

Songs   2024-12-28 13:31:01

Yan Benimle [Bengali translation]

মিছে সুখের সাগরে ভেসেছিলাম,

এক কল্পনার জালে ফেঁসেছিলাম,

নেশার ঘোরে কাটিয়ে সারাটি ক্ষণ তাই,

ভোর হলেই তোমার ঐ দ্বারে দাঁড়াই।

এমন প্রেমে যদি পড়ি আমি,

দোষগুলো সব লুকিয়ে রাখো তুমি,

নীরবেই বলা হয়ে যাবে সকল কথা,

সময়ই মুছে দেবে সব ব্যথা।

বিশাল ঐ রাতগুলো যে আসে ধেয়ে-

এলোমেলো কথাগুলো সব চলে বয়ে

ছেড়ো না কখনো এ আমায়, না বোঝার বাহানায়

দরিয়া সমান বেদনায়।

পথেঘাটে খুঁজেছি তোমায় যত,

বিশ্বাস ভরসা হারিয়েছি তত-

রাগের ভাষা দিয়ে জ্বালো, জ্বালো, পোড়াও আমাকে!

পাপের পথে বন্দি আমি,

ত্যাগ করোনা অন্তর্যামী,

প্রিয়তম কী হয় এমনই?

পথেঘাটে খুঁজেছি তোমায় যত,

বিশ্বাস ভরসা হারিয়েছি তত-

রাগের ভাষা দিয়ে জ্বালো, জ্বালো, পোড়াও আমাকে!

পাপের পথে বন্দি আমি,

ত্যাগ করোনা অন্তর্যামী,

প্রিয়তম কী হয় এমনই?

বিশাল ঐ রাতগুলো যে আসে ধেয়ে-

এলোমেলো কথাগুলো সব চলে বয়ে

ছেড়ো না কখনো এ আমায়, না বোঝার বাহানায়

দরিয়া সমান বেদনায়।

পথেঘাটে খুঁজেছি তোমায় যত,

বিশ্বাস ভরসা হারিয়েছি তত-

রাগের ভাষা দিয়ে জ্বালো, জ্বালো, পোড়াও আমাকে!

পাপের পথে বন্দি আমি,

ত্যাগ করোনা অন্তর্যামী,

প্রিয়তম কী হয় এমনই?

পথেঘাটে খুঁজেছি তোমায় যত,

বিশ্বাস ভরসা হারিয়েছি তত-

রাগের ভাষা দিয়ে জ্বালো, জ্বালো, পোড়াও আমাকে!

পাপের পথে বন্দি আমি,

ত্যাগ করোনা অন্তর্যামী,

প্রিয়তম কী হয় এমনই?

প্রিয়তম কী হয় এমনই?

  • Artist:Sıla
  • Album:Mürekkep
See more
Sıla more
  • country:Turkey
  • Languages:Turkish
  • Genre:Jazz, Pop, Pop-Folk, Electropop
  • Official site:http://silagencoglu.com.tr/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/S%C4%B1la_Gen%C3%A7o%C4%9Flu
Sıla Lyrics more
Sıla Featuring Lyrics more
Sıla Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved