তুই মালিক [Where you are] [Tui maalik] [English translation]
তুই মালিক [Where you are] [Tui maalik] [English translation]
মোয়ানা
ছোট্ট সোনা
মোয়ানা তুই বুঝিসনা
এটা হলো মোতুনুই, তোর ঘর-বাড়ী
আমাদের নাচ্-গান্, বহুকাল পুরোনো
পুরোনো সেই গানটা আজো গায় সবাই
ঐতিহ্য আমরা মেনে চলি
তাই মোয়ানা সবার মঙ্গল কর
কোনকিছু হয়না দেখ যেন কখনো
এসব কথা তাই বলছি
হাসতে হাসতে বুনছি বাকেট
ছেলেরা মাছ ধরে ঘরে ফিরছে
ও মা, ওটা কি? (যাস না সোনা)
মোয়ানা তুই কোথাও যাস না
আমাদের তুই আশা ভরসা
তুই মালিক
একদিন আসবে
আনন্দ ঘরে ঘরে
তাই তো বলি বুঝে নে তুই
তুই মালিক
শেখ নারকেলের কাছে (নিশ্চয়)
দেখ চারিদিক
নারকেলের সবকিছুই তো কাজে লাগে
এর থেকে তো জাল বোনা হয়
এর শাঁস কী মিষ্টি
এটার শুকনো পাতাতে
আগুন জ্বালানো হয়
শেখার আছে নারকেলেও
গুনের শেষ নেই
যা আমরা চাইছি এটা তাই
আমরাও এখানেই
ঠিক বলেছিস
সব সূত্র এখানেই আছে
ভবিষ্যৎ এর আশাও আছে
তুই মালিক
খুব সুখি হবি
একদিন আমার মতই তুই
এখানে সব সুখ আছে
তুই মালিক
চল আমার সঙ্গে নাচবি
একমাত্র সাথী তুই
ঢেউয়ের মাঝে হাত ডোবা
এও আরেক বন্ধু
আমায় সবাই বলে পাগলী
আমি নাকি খুব জালাই
নিজেকে যে বুঝে সে তো
তুই মালিক
বাবার একমাত্র মেয়ে
একমাত্র গর্ভ
বাবার কথা শুন তবে তুই
মন কি বলছে তাও শুনবি
যদি মন কানে কানে বলে
তোর লক্ষ্য অনেক দুর
মোয়ানা মনের কথা শুন
তুই মালিক
এর থেকেই জাল বোনা হয়
এর শাঁস কী মিষ্টি
সবাই একসঙ্গে থাকি
তাতেই সবার মঙ্গল হয়
সবাই সেটা মানে
হ্যা, সবাই মানে
সবাই যা চায় আছে এখানে (আমরাও এখানে)
আমিও আছি
আমাদের ডাকেই ভাষা
আগামী দিনের আশা (আমরাও আছি)
একসাথে
সবাই একসাথে চলবো
আগামী দিনকেই বলবো (এইভাবেই)
লক্ষ্যয় এগিয়ে যাবো (এইভাবেই)
সবাই পায়ে পা মেলাবো (এইভাবেই) (এইভাবেই)
- Artist:Moana (OST)








