Only Hope [Bengali translation]
Only Hope [Bengali translation]
আমার আত্মার ভেতরে এক গান বাজে
এই গান আমি বহুবার লেখার চেষ্টা করেছি
আমি হাড়কাঁপা শীতে জেগে আছি
কিন্তু তুমি আমায় গান শুনিয়ে যাচ্ছো বারবার
তাই আমি অবনত মস্তকে
দু'হাত তুলে প্রার্থনা করি তোমার হবো বলে
আমি শুধু তোমার হতে চাই
এখন আমি জানি, তুমিই আমার একমাত্র আশা।
আমাকে তারাদের গান শোনাও
তোমার আকাশের অবিরত হাসি আর আনন্দের গান
যখন মনে হয় আমার স্বপ্নগুলো অধরা রবে
বারবার আমাকে নিয়ে তোমার স্বপ্নের গান শোনাও
তোমাকে আমার নিয়তি দিলাম
আমার সবটুকু তোমায় দিচ্ছি
আমি তোমার ঐকতান চাই
আমার সবকিছু নিয়ে তোমার গানে
আমার নিঃশ্বাসের অনুনয়
আমার সবটুকু তোমায় দিচ্ছি
তাই আমি অবনত মস্তকে
দু'হাত তুলে প্রার্থনা করি তোমার হবো বলে
আমি শুধু তোমার হতে চাই
এখন আমি জানি, তুমিই আমার একমাত্র আশা।
- Artist:Mandy Moore
See more








