Love As A Kinda War [Bengali translation]

  2024-06-21 16:32:44

Love As A Kinda War [Bengali translation]

ভালবাসা যেন এক ধরনের যুদ্ধ ছিল

ছুরির মত কেটে দিল

দাগ দেখা না গেলেও কাটা গভিরে গেল

আর না তা কোনদিন মলিন হল

এ ভালবাসা এক ধরনের যুদ্ধ

কেন তুমি থাকতে পার নাই

না, আমার দিকে এখন একটু তাকাতে পার নাই

সত্যকথাটা কি সরাসরি বলবে ??

ঘৃণা আর ভালোবাসার বিভেদকারী রেখা

পেরিয়েছি আমরা

আমি ভাবিতে পারি না, কি নিয়ে মোদের মনঃযুদ্ধ

আমি যাই বলি তাতেই তুমি হও ক্ষুব্দ

আমারে হীন কর, আমারে দোষী করে তুমি দূরে চল !

কি ছিল যা মোরে বলেছিলে আগে

তুমিই শুধু দুলিয়েছিলে আমার জগতটাকে

এ শুধুই আমি, যে তোমারে ভালবেসেছি

তাহলে কেন আমি তোমারে আবেগে রেখেছি ।

ভালবাসা যেন এক ধরনের যুদ্ধ ছিল

ছুরির মত কেটে দিল

দাগ দেখা না গেলেও, কাটা গভিরে গেল

আর না তা কোনদিন মলিন হল

আর এ ভালবাসা এক ধরনের যুদ্ধ

কেন তুমি থাকতে পার নাই

না, আমার দিকে এখন একটু তাকাতে পার নাই

সত্যকথাটা কি সরাসরি বলবে ??

এর শেস হয়না আর কেউ জিতে না

আমি আশ্রয় খুজি অবিরত

তোমার বাহুডোরে লুকোতে চাই অবিরত

আমি বিশ্বাস করতে পারিনা

আমরা শত্রুর মত কাজ করি

আর যখন তোমারে আঘাত হানি

যেন নিজেরই বুকে ছুরি হানি

তাই যদি না হয়, আগের দিনে তা কি করে সত্য ছিল

তুমিই শুধু দুলিয়েছিলে আমার জগতটাকে

এ শুধুই আমি, যে তোমারে ভালবেসেছি

তাহলে কেন আমি তোমারে আবেগে রেখেছি ।

ভালবাসা যেন এক ধরনের যুদ্ধ ছিল

ছুরির মত কেটে দিল

দাগ দেখা না গেলেও কাটা গভিরে গেল

আর না তা কোনদিন মলিন হল

আর এ ভালবাসা এক ধরনের যুদ্ধ

কেন তুমি থাকতে পার নাই

না, আমার দিকে এখন একটু তাকাতে পার নাই

সত্যকথাটা কি সরাসরি বলবে ??

কারন মেরেছিলে তালা দুয়ারে

তুমি পার নাই আর ফিরতে

বল শেস হয়েছে এ পালা

কাঁদা আর সব গোঙ্গানো (ফোফানো) - সব গোঙ্গানো

আর আমাদের সবই থাকতেও আমি পেয়েছি সব ভুল

তুমি আমারে রেখেছিলে তলে, আমি বুঝিনি তা নিশ্চিত করে

তুমি আগে শুন নাই কোনদিন

শুধু তুমিই দুলিয়েছিলে আমার জগতটাকে

এ শুধুই আমি, যে তোমারে ভালবেসেছি

তাহলে কেন আমি তোমারে আবেগে রেখেছি ।

ভালবাসা যেন এক ধরনের যুদ্ধ ছিল

ছুরির মত কেটে দিল

দাগ দেখা না গেলেও কাটা গভিরে গেল

আর না তা কোনদিন মলিন হল

আর এ ভালবাসা এক ধরনের যুদ্ধ

কেন তুমি থাকতে পার নাই

না, আমার দিকে এখন একটু তাকাতে পার নাই

সত্যকথাটা কি সরাসরি বলবে ??

এ ভালবাসা এক ধরনের যুদ্ধ

কেন তুমি থাকতে পার নাই

না, আমার দিকে এখন একটু তাকাতে পারনাই

সত্যকথাটা কি সরাসরি বলবে ??

কেন ভালবাসা খুজ, ভালবাসা একধরনের যুদ্ধ

ভালবাসা খুজ, ভালবাসা একধরনের যুদ্ধ!!

  • Artist:Elisa
  • Album:On (2016)
See more
Elisa more
  • country:Italy
  • Languages:English, Italian, Spanish, Kurdish (Kurmanji)
  • Genre:Pop, Pop-Rock
  • Official site:http://www.elisatoffoli.com
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Elisa_(Italian_singer)
Elisa Lyrics more
Elisa Featuring Lyrics more
Elisa Also Performed Pyrics more
Excellent recommendation
Popular
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved