The Times They Are A-Changin' [Bengali translation]

Songs   2024-12-22 03:01:29

The Times They Are A-Changin' [Bengali translation]

ছুটে এসো সবাই,যেখানেই থাক।

ভাসছ সময়ের স্রোতে,তুমি তা জেনে রাখ।

জানতেই হবে তোমায়,ডুবে যাবে নাহয়।

যদি চাও বাঁচাতে,জীবনের কিছু সময়।

তবে সাতরাও উজানে,ডুবে যাও নাহয়।

“দেখো সময় এভাবেই বদলে যায়।“

শোনো বিদ্যান সকল,

জানো যারা,কাল কি আছে হবার।

আর চোখ খোলা রাখ নাহয়,

সুযোগ হারালে,ফিরে না আবার।

আর ধৈর্যের পরিচয় দাও,

নিয়তি কাকে কোথা নিয়ে যায়,

সময় কখনো তা আগে না জানায়।

জেনো আজকের বিজয়ী,কাল হেরে যায়,

“দেখো সময় এভাবেই বদলে যায়।“

কোথায় সব নেতাগণ,কথাটি শুনুন।

বাধা না দিয়ে আজ,পথ খোলা রাখুন।

আর বাধা যে হবে,আজ পাবে সে আঘাত।

চলছে আজ দুনিয়ায়,সেই মহাসংঘাত।

আর জলদিই এটা পৌছুবে তোমাদের দরজায়,

“দেখো সময় এভাবেই বদলে যায়।

শোন এই সময়ের বাবা-মা যারা,

তোমাদের সন্তান নয় বাধনহারা,

তোমাদের অধীনে আছে আজো তারা,

তাই থেকো না পুরনো দিনের ভাবনায়,

আর নতুনের পথে আজ বাধাঁ হয়ো না,

“দেখো সময় এভাবেই বদলে যায়।“

আঁকা আছে ছক,কখন কি হবে।

ধীর যে আজ,কাল গতি পাবে।

বর্তমান যা আজ,তা কাল অতীত হবে।

বড় আজব এই বিধান আছে যে বজায়।

মূখ্য যে আজ,কাল গৌণ হবে হায়।

“দেখো সময় এভাবেই বদলে যায়।“

  • Artist:Bob Dylan
  • Album:The Times They Are a-Changin' (1964)
See more
Bob Dylan more
  • country:United States
  • Languages:English, Spanish
  • Genre:Blues, Folk, Rock
  • Official site:http://www.bobdylan.com
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Bob_Dylan
Bob Dylan Lyrics more
Bob Dylan Featuring Lyrics more
Bob Dylan Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved