Dön ne olur [Bengali translation]
Dön ne olur [Bengali translation]
তুমি চলে গেলে, চোখদুটো মোর র’ইয়ে গেল তোমারই পানে
প্রিয়, মন ছটফট করে তাড়াতাড়ি এস চলে
আমার স্বাদ, থাকতে পারিনা তোমাকে ছেড়ে
তুমি চলে গেলে, চোখদুটো মোর র’ইয়ে গেল তোমারই পানে
প্রিয়, মন ছটফট করে তাড়াতাড়ি এস চলে
আমার স্বাদ,থাকতে পারিনা এখনই এস চলে ।।
কিছুদিনের মধ্যেই ফিরে এস, কি হয়েছে!
তুমি যেমন রেখে গিয়েছ, আমি তেমনই আছি
তুমি একা নয়, আমি তোমার পাশে আছি
আমার হাত শক্ত করে ধর, আমি তোমার পাশে আছি
তুমি একা নয়, আমি তোমার পাশে আছি
কিছুদিনের মধ্যেই ফিরে এস, কি হয়েছে! ।।
- Artist:Ebru Gündeş
See more