Lili Marleen [Bengali translation]
Lili Marleen [Bengali translation]
ছাউনির সামনে, ওই গেটের পাশে
একটি লণ্ঠনের আলো আজো যে আসে
সেইখানে আমরা দেখা করবো যে
লণ্ঠনের আলোয় দাঁড়িয়ে দুজনে
দুজনে লিলি মারলিন (দুজনে)
দুজনে লিলি মারলিন (দুজনে লিলি মারলিন)
আমাদের ছায়া দুটি এক হয়ে যেত
ভালোবাসা আমাদের ছিল যে কত
আমাদের কথাতো সবাই জানত
লণ্ঠনের আলোয় যখন দেখা হত
তাই নয় লিলি মারলিন (তাই নয়)
তাই নয় লিলি মারলিন (তাই নয় লিলি মারলিন)
প্রহরীটি বলতো: বিউগল বেজেছে
"তিন দিনের শাস্তি!" "দোস্ত, আসছি এক্ষণে"
বিদায় নিতাম অমনি যে আমরা দুজনে
মনের মাঝে ইচ্ছে তো যাই তোমার সাথে
সাথে লিলি মারলিন (সাথে)
সাথে লিলি মারলিন (সাথে লিলি মারলিন)
তোমার মৃদু পায়ের শব্দ চেনে সে
প্রতি রাতে জ্বলে, তবে আমায় ভুলেছে
এমন যদি হয় আর আসি না ফিরে
লণ্ঠনের আলোয় অপেক্ষায় কে
সে কে লিলি মারলিন? (সে কে?)
সে কে লিলি মারলিন? (সে কে লিলি মারলিন?)
নিস্তব্ধে ঘেরা এক সমাধি থেকে
স্বপ্নে জাগি তোমার উষ্ণ ছোঁয়াতে
রাতের কুয়াশারা যখন ভেসে বেড়ায়
লণ্ঠনের আলোয় ফিরব আমি যে
ফিরব লিলি মারলিন (ফিরব)
ফিরব লিলি মারলিন
( রাতের কুয়াশারা যখন ভেসে বেড়ায় )
( লণ্ঠনের আলোয় ফিরব আমি যে )
ফিরব লিলি মারলিন (ফিরব)
(ফিরব মারলিন)
- Artist:Lale Andersen
- Album:Single (1939)