ঝরা পাতা [jharā pātā] [German translation]
ঝরা পাতা [jharā pātā] [German translation]
ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা, দখিন হাওয়ায়।।
কিছু কি ছিলো না বলার, কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে সে পথ চলা
আজও জানালা বেয়ে, একই রদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালে না কেউ আমার আকাশে।।
ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা, দখিন হাওয়ায়।।
ভেবো না আমায় নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর।
ভেবো না আমায় নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর।
তুমি কি এখনও এমনই আছো?
নাকি বিষণ্ণ আবার?
কিছু কি ছিলো না বলার, কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে সে পথ চলা
আজও জানালা বেয়ে, একই রদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালে না কেউ আমার আকাশে।।
ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা, দখিন হাওয়ায়।।
ভালোবাসার আর বলো ভালো কি আছে?
সেই বারান্দাতে আজ।
ভালোবাসার আর বলো ভালো কি আছে?
সেই বারান্দাতে আজ।
পাশাপাশি সে হাত, লাজুক সেই চোখ,
আছে কি সেই আদরে?
কিছু কি ছিলো না বলার, কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে সে পথ চলা
আজও জানালা বেয়ে, একই রদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালে না কেউ আমার আকাশে।।
ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা, দখিন হাওয়ায়।।
- Artist:Nazmun Munira Nancy