Killer Queen [Bengali translation]

Songs   2025-01-05 15:24:19

Killer Queen [Bengali translation]

সে রাখে মোয়েট এট শ্যান্দন1

তার মনোরম তাকে

'তাদের কেক খেতে দাও', সে বলে

ম্যারি অ্যান্টোইনেটের মতো

এক স্বয়ংক্রিয় প্রতিকার

কুর্শেভ আর কেনেডির জন্য

এক আমন্ত্রণ যেকোনো সময়ের

তুমি প্রত্যাখান করতে পারো না

ক্যাভিয়ার2 আর সিগারেট

শিষ্ঠাচারে সুদক্ষ

অসাধারণভাবে সুন্দর

[ধুয়া:]

সে এক মারাত্মক রানী

বারুদ, সিরিশ আঠা

লেজার রশ্মিসহ এক ডিনামাইট

তোমাকে অভিভুত করে দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ (যেকোন সময়)

ঐ দামেই সুপারিশ করা

এক অদম্য ক্ষিদে

চেষ্টা করতে চাও?

ঝামেলা পরিহারের জন্য

সে কখনো এক ঠিকানা রাখেনি

কথোপকথনে

সে পুরোপুরি এক সম্ভ্রান্ত মহিলার মতো কথা বলতো

চায়নার এক মানুষের সাথে পরিচয় হলো

গিশা মিনাহে গিয়েছিল

তখন আবার, হঠাৎ

তুমি যদি সেই মাত্রার অনুরক্ত হয়ে থাকো

সুগন্দ্ধি এল, স্বাভাবিক ভাবেই, প্যারিস থেকে

সে গাড়ীর জন্য পরোয়া করেনা

খুঁতখুঁতে আর যথাযথ

[ধুয়া:]

সে এক মারাত্মক রানী

বারুদ, সিরিশ আঠা

লেজার রশ্মিসহ এক ডিনামাইট

তোমাকে অভিভুত করে দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ (যেকোন সময়)

এক ইশারাতেই, সে প্রস্তুত এবং

বিড়ালের মতো আমোদপ্রমোদপূর্ণ

তারপর মুহূর্তের মধ্যে দৃশ্যপটের বাইরে

ক্ষণিকের জন্য গ্যাস শেষ

পুরোপুরি করে দেবার জন্য(পাগল করে দেবার জন্য)

সে তোমাকে পেতে পাগল

[ধুয়া:]

সে এক মারাত্মক রানী

বারুদ, সিরিশ আঠা

লেজার রশ্মিসহ এক ডিনামাইট

তোমাকে অভিভুত করে দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ (যেকোন সময়)

ঐ দামেই সুপারিশ করা

এক অদম্য ক্ষিদে

চেষ্টা করে দেখবে?

চেষ্টা করে দেখবে...

1. ফ্রান্সের একপ্রকার শ্যাম্পেন2. সামুদ্রিক মাছের ডিম

  • Artist:Queen
  • Album:Sheer Heart Attack (1974)
See more
Queen more
  • country:United Kingdom
  • Languages:English, Spanish, Japanese, Arabic
  • Genre:Rock
  • Official site:http://www.queenonline.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Queen_(band)
Queen Lyrics more
Queen Featuring Lyrics more
Queen Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2025 - www.lyricf.com All Rights Reserved