DNA [Bengali translation]
DNA [Bengali translation]
প্রথম দর্শনে আমি তোমাকে জেনেছি
যেন আমরা এক অপরকে ডাকছি
আমার শিরা-উপশিরার ডিএনএ বলে
তুমি একজন যাকে আমি খুঁজছি
আমাদের সাক্ষাৎ যেন গানিতিক সূত্রের মত
ধর্মীয় বিধি মহাবিশ্বের আইন
নিয়তি আমাকে প্রমাণ করে যে
তুমিই আমার স্বপ্নের উৎস
নাও এটি
আমার হাত তোমার নাগালের বাইরে এটিই ভাগ্য
চিন্তা করো না প্রিয়া
এইসব কিছু কোনো কাকতালীয় নয়
আমরা সম্পূর্ন ভিন্ন প্রিয়তমা
আমরা দুইজনই নিয়তির সন্ধান পেয়েছি
মহাবিশ্বের সৃষ্টির শুরু থেকে
অগন্য সহস্র শতাব্দী ধরে
গত জন্মে এবং সম্ভবত পরের জন্মের জন্যও
আমরা চিরকালের সঙ্গী
এইসব কিছু কোনো কাকতালীয় নয়
আমরা দুইজনই নিয়তির সন্ধান পেয়েছি
ডিএনএ
আমি এটি চাই প্রিয়া আমি এটি চাই সত্যি কারের ভালোবাসা
আমি শুধু তোমাকেই নজরে রাখি
তুমি আমায় কঠোরভাবে টানছো
শুরু থেকে আমার ডিএনএ তোমাকে চাইছে
এটাই ভাগ্য আই লাভ আস
একমাত্র আমরাই সত্যিকারের প্রেমীক
যতবারেই তাকে আমি দেখি আমি থমকে যাই
এটি বিমোহন আর অদ্ভুদ যে কিভাবে আমার দম থমকে যায়, হয়তবা
এটি সেই অনুভুতি লোকে যাকে ভালোবাসা বলে
কারণ শুরু থেকেই তোমার জন্য আমার হূদস্পন্দিত হয়
চিন্তা করো না প্রিয়া
এইসব কিছু কোনো কাকতালীয় নয়
আমরা সম্পূর্ন ভিন্ন প্রিয়তমা
আমরা দুইজনই নিয়তির সন্ধান পেয়েছি
মহাবিশ্বের সৃষ্টির শুরু থেকে
অগন্য সহস্র শতাব্দী ধরে
গত জন্মে এবং সম্ভবত পরের জন্মের জন্যও
আমরা চিরকালের সঙ্গী
এইসব কিছু কোনো কাকতালীয় নয়
আমরা দুইজনই নিয়তির সন্ধান পেয়েছি
ডিএনএ
পিছু ফেরো না
পিছু ফেরো না কারণ নিয়তির সন্ধান পেয়েছি
অনুতপ্ত হয়ো না প্রিয়া
চিরকাল
চিরকাল
চিরকাল
চিরকাল
চিরকালের সঙ্গী আমরা
চিন্তা করো না প্রিয়া
এইসব কিছু কোনো কাকতালীয় নয়
আমরা সম্পূর্ন ভিন্ন প্রিয়তমা
আমরা দুইজনই নিয়তির সন্ধান পেয়েছি
ডিএনএ
লা-লা-লা-লা-লা
লা-লা-লা-লা-লা
কারণ এটি কাকতালীয় নয়
লা-লা-লা-লা-লা
লা-লা-লা-লা-লা
কারণ এটি কাকতালীয় নয়
ডিএনএ
- Artist:BTS (Bangtan Boys)
- Album:LOVE YOURSELF: 承 ‘Her’