Blackbird [Bengali translation]

Songs   2025-01-04 18:20:26

Blackbird [Bengali translation]

বৃক্ষরাজি কাঁদছে আজ

মৃদুমন্দ বাতাস তোমাকে দূর হ'তে ডাকছে

তোমার কালো পাখা মেলো, দেখ

দিগন্ত হ'তে আসছে ধেয়ে তোমাকে নিয়ে যেতে

আসছে ধেয়ে তোমাকে নিয়ে যেতে ।

বায়ু তোমাকে যাক নিয়ে ঘরে

কালো পাখি যাও উড়ে

তুমি কখনো ভেঙ্গনা মনে

ভঙ্গুর সহ্য করেতে পারেনা

বিদ্ধ্যস্ত আর শ্রান্ত, খুব অপবিত্র এক জায়গা

একেবারেই ধ্রূব, এ নিষ্ঠুর পৃথিবী

কারন কিছু পাখির অনেক উড়তেই হয় সুদিন পেতে

অনেক উড়তেই হয় সুদিন পেতে

বায়ু তোমাকে যাক নিয়ে ঘরে

কালো পাখি যাও উড়ে

তুমি কখনো ভেঙ্গনা মনে

জানা সব দুর্ভোগ অতিক্রম করে

আশা করি তুমি তোমার পথ খুজে পাবে

তুমি কখনো ভেঙ্গনা মনে

চড়াই - উতরাই তোমার কোন বাঁধা নয়

এ বিভেদ তুমিই করেছো বয়ন

যা তুমি পিছু ছেড়ে এসেছ থাকবে চিরদিন

শুধু দুর্ভোগ চক্রকারে চলবে

তবুও স্মৃতি থাকবে তোমার উজ্জ্বল

কোন একদিন আমিও উড়ে যাব আর খুজে নেব তোমায়

বায়ু তোমাকে যাক নিয়ে ঘরে

কালো পাখি যাও উড়ে

তুমি কখনো ভেঙ্গনা মনে

জানা সব দুর্ভোগ অতিক্রম করে

আশা করি তুমি তোমার পথ খুজে পাবে

তুমি কখনো ভেঙ্গনা মনে

তুমি কখনো ভেঙ্গনা মনে

See more
Alter Bridge more
  • country:United States
  • Languages:English
  • Genre:Alternative, Hard Rock, Metal
  • Official site:http://www.alterbridge.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Alter_Bridge
Alter Bridge Lyrics more
Alter Bridge Featuring Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Copyright 2023-2025 - www.lyricf.com All Rights Reserved